টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
হারের চক্রে কলকাতা, তিন জয়ে শীর্ষে চেন্নাই

হারের চক্রে কলকাতা, তিন জয়ে শীর্ষে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বুধবার রুদ্ধশ্বাস লড়াইয়ে কলকাতাকে ১৮ রানে হারিয়েছে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দারুণ এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে এসেছে ধোনি শিবির। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২০ রান করে চেন্নাই। জবাবে ১৯.১ ওভারে ২০২ রানে অল আউট কলকাতা। ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা চেন্নাইয়ের ফা ডু প্লেসিস।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে গোলমাল পাকায় কলকাতা। ৩১ রানে দলটি হারায় টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে। নিতিশ রানা, সুবমান গিল, রাহুল ত্রিপাতি, মরগান ও নারিন ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। মিডল অর্ডারে দিনেশ কার্তিক, প্যাট কামিন্স ও রাসেলের ব্যাটে লড়াইয়ে ফেরে কলকাতা। শেষ ওভারে দরকার ছিল ২০ রান। কামিন্স ছিলেন বলে ভরসা ছিল। কিন্তু এক রান আউট কলকাতার আশা চুর্ণ করে দেয়। ৩৪ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন কামিন্স। চারটি চারের পাশাপাশি তিনি হাঁকান ছয়টি ছক্কা।

২২ বলে তিন চার ও ছয় ছক্কায় ৫৪ রান করেন আন্দ্রে রাসেল। ২৪ বলে ৪০ রান করেন দিনেশ কার্তিক। কলকাতার টেল এন্ডারদের তিনজন আউট হন শূন্য রানে। বল হাতে চেন্নাইয়ের হয়ে চারটি উইকেট নেন দীপক চাহার। তিন উইকেট নেন লুঙ্গি এনগিডি।

এর আগে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে ঝড় তোলে ওপেনার ডু প্লেসিস। ৬০ বলে নয় চার ও চার ছক্কায় ৯৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৪২ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৬৪ রান করেন আরেক ওপেনার রুতুরাজ। ১২ বলে ২৫ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ৮ বলে ১৭ রান করেন অধিনায়ক ধোনি। ১ বলে এক ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা।

বল হাতে কলকাতার সব বোলারই বেদম মার খেয়েছেন। সাকিবের বদলে দলে জায়গা পাওয়া নারিন ৪ ওভারে দেন ৩৪ রান। উইকেট পান একটি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital