টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
খেজুরের প্যাকেটে ইঁদুর

খেজুরের প্যাকেটে ইঁদুর

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার কেজি খাবার অনুপোযোগী পচা খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খেজুরের প্যাকেটে ইঁদুরের বাচ্চাও পাওয়া গেছে।

বুধবার দুপুর থেকে নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে মুক্তারপুরের এলাইড কোল্ড স্টোরেজ লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরাপদ খাদ্য আইনে স্টোরেজের ম্যানেজার মো. আতাউল্লাহকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে খাবারের যথাযথ মান বজায় রাখতে অভিযান চালানো হয়। অভিযানে ৮ হাজার কেজি মানহীন খেজুর জব্দ করা হয়েছে। খেজুরের প্যাকেটগুলো খোলা অবস্থায় ছিল। সঠিক তাপমাত্রায় খেজুরগুলো সংরক্ষণ না করায় পচে যায়।

তিনি বলেন, অনেকগুলো প্যাকেটের খেজুর ইঁদুর খেয়েছে। আবার কয়েকটি প্যাকেটে ইঁদুরের বাচ্চাও ছিল। এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী। জব্দ করা খেজুর পঞ্চসার ইউনিয়নের এয়ার ক্লিনিকের পাশে ধ্বংস করা হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital