বৃহস্পতিবার সকাল আটটার দিকে ক্রেন দিয়ে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়। এটি দিয়াবাড়ি ডিপোতে নিয়ে যাওয়া হবে।
জানা যায়, আজ সারাদিন মোট চারটি কোচ ডিপোতে নিয়ে যাওয়া হবে। জেটিতে অবস্থানরত বাকি দুটি কোচ শুক্রবার সকালে ডিপোতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।