আটককৃত পাচারকারী হল- মাধবপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত কেলু মিয়ার পুত্র রশিদ মিয়া। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত রশিদ মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র্যাব-৯। র্যাব -৯ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের সাতছড়ি চা বাগানের সামনে থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত পেশাদার মাদক পাচারকারী মো. রশিদ মিয়াকে (৬৫) আটক করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব-৯ ৩০ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ আসামি রশিদ মিয়াকে থানায় হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।