আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌকার কাছে কমপক্ষে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে গত সপ্তাহে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছিলো, তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিমুখী আফ্রিকান অভিবাসীদের বহন করা একটি নৌযান ডুবে যাওয়ায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে এক শিশু ছিলো।
উল্লেখ্য, বৃহস্পতিবারের ওই দুর্ঘটনা ছাড়াই চলতি বছর বিস্তীর্ণ এ সাগরে এরইমধ্যে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।