তিনি বলেন, তিনটি পৃথক হামলায় নিহতদের মধ্যে রয়েছে রাজধানী কাবুলে চার পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এবং একজন সরকারি কর্মকর্তা। তিনটি হামলার মধ্যে দুটি ঘটেছে শনিবার আর বাকিটি গতকাল শুক্রবার সন্ধ্যায়।
গজনী প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।