টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করুনারত্নের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

করুনারত্নের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থেকে আজ দিনের খেলা শুরু করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। এরপর প্রথম সেশনেই  তুলে নিলেন সেঞ্চুরি। এতে ভর করে দিনের শুরুটা ভালোই হলো শ্রীলঙ্কার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। বাংলাদেশের চেয়ে এখনও তারা ২৬৯ রানে পিছিয়ে। করুনারত্নে ১১৫ ও ধনঞ্জয়া ৩৯ রানে ব্যাট করছেন।

শনিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চলতি টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।

 

তাসকিন আহমেদের করা দিনের ১৩তম এবং ইনিংসের ৮৬তম ওভারে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা করুনারত্নে। এটি তার টেস্ট ক্যারিয়ারের একাদশ এবং অধিনায়ক হিসেবে তৃতীয় এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। ২৪৭ বল খেলে এই সেঞ্চুরি করার পথে ৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

এর আগে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তোলার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital