শনিবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধরণ সম্পাদক একরামুল হক লিকু, পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মো. ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক রাম সরকার, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমীক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফুরজ্জামান খোকন।
এসময় প্রায় এক হাজার শ্রমজীবী পরিবারের মধ্যে করোনকালীন ঈদ উপহার হিসেবে আট কেজি চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলা শ্রমজীবী মানুষের মধ্যে এ উপহার বিতরণ করা হবে জানান এমপি।