টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
লকডাউনেও আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ!

লকডাউনেও আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ!

দিনাজপুরের মালদহপট্টির পূর্ণভবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত চার জনসহ হোটেল বয়কে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অসামাজিক কার্যকলাপে জড়িত চারজন হলেন- পার্বুতীপুর উপজেলার ভুইপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮), গুলশান নগর গ্রামের মৃত ওসমান আলীর মেয়ে আয়শা বেগম (৩০), সদর উপজেলার ৩ নং উপশহরের আলী ইমামের ছেলে আমির হোসেন সিন্দু (২৬) ও শাহাদত হোসেনের মেয়ে মোছা. শাহিদা (১৯)। এছাড়াও আটক করা হয়েছে আবাসিক হোটেলের বয় ইসমাইল হোসেনকে (৪৪)।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই আবাসিক হোটেলের মালিক মো. লাইফ দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার নামে এসব অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

দিনাজপুরের কোতয়ালী থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান, শহরের মালদহপট্টির পূর্ণভবা আবাসিক হোটেলের তৃতীয় ও চর্তুথ তলায় অভিযান চালানো হয়। এ সময় হোটেলের পৃথক পথক রুমে অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জনসহ ১ জন হোটেল বয়কে আটক করা হয়েছে। পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital