শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- একই এলাকার আমিনুল ইসলাম ও শহিদ। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরো দুটি ইউনিট আসে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো বলেন, ওই গুদামে ভাঙারির মালামাল রাখা হতো। পাশাপাশি প্লাস্টিকের বস্তা রাখায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।