টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মৃত্যুর মিছিলেও কেন চলছে আইপিএল, গিলক্রিস্টের প্রশ্ন

মৃত্যুর মিছিলেও কেন চলছে আইপিএল, গিলক্রিস্টের প্রশ্ন

ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। তার মধ্যেই চলছে আইপিএল। এবার তা নিয়েই প্রশ্ন তুললেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

গতকাল শনিবার এক টুইট বর্তায় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লেখেন, ‘বর্তমানে ভারতে কোভিড পরিস্থিতি খুব খারাপ। এই অবস্থায় আইপিএল চলছে। এটা কি ঠিক? নাকি এই কঠিন পরিস্থিতিতে এটাই ভারতবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে? যেটাই হোক ভারতবাসীর জন্য আমার শুভ কামনা।’

গিলক্রিস্টের এই মন্তব্য ইতিমধ্যেই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমগুলোতে। অধিকাংশ ভারতীয় বিষয়টিকে ভালো চোখে না নিলেও অনেকেই প্রশংসা করেছেন সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মন্তব্যকে। তারা বলছেন, ভারতের কোনো ক্রিকেটার এই ব্যাপারে মুখ খোলার সাহস না পেলেও গিলক্রিস্ট তা পেরেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। দেশটিতে প্রতিদিন রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। সংক্রমণ নিয়ন্ত্রণে অনেক জায়গায় চলছে রাত্রিকালীন কারফিউ। তাই এমন পরিস্থিতিতে আইপিএলের মতো এত বড় ক্রীড়া আসর চালানো নিয়ে দেশটির ভেতর ও বাইরে রয়েছে ব্যাপক বিতর্ক।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital