টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অকারণে মাস্ক না পরে ঘোরাঘুরি, আটক ১২

অকারণে মাস্ক না পরে ঘোরাঘুরি, আটক ১২

করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে সরকার ঘোষিত চলাচল লকডাউন সীমিত করার সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দিনাজপুরে মাস্ক না পরায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ শহরের মর্ডান মোড়স্থ এলাকায় মাস্ক পরার জন্য সকলকে উৎসাহ প্রদান করে। আর যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতারণ করে। আর অকারণে মাস্ক না পরে ঘোরাঘুরি করছে এমন ১২ জনকে আটক করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা শহরের মর্ডান মোড়, মালদহ্পট্টি, হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনকালে এই ১২ জনকে আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম আহমেদ, সদর সার্কেলের পুলিশ সুপার সুজন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

এ সময় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দোকানের সার্বিক সুরক্ষা বিষয়ে বিশেষভাবে খেয়াল করেন এবং দোকান মালিকদের নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital