জেলা পুলিশ শহরের মর্ডান মোড়স্থ এলাকায় মাস্ক পরার জন্য সকলকে উৎসাহ প্রদান করে। আর যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতারণ করে। আর অকারণে মাস্ক না পরে ঘোরাঘুরি করছে এমন ১২ জনকে আটক করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা শহরের মর্ডান মোড়, মালদহ্পট্টি, হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনকালে এই ১২ জনকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম আহমেদ, সদর সার্কেলের পুলিশ সুপার সুজন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
এ সময় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দোকানের সার্বিক সুরক্ষা বিষয়ে বিশেষভাবে খেয়াল করেন এবং দোকান মালিকদের নির্দেশনা প্রদান করেন।