ফরিদপুরে বিভিন্ন বাজার পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম। তিনি আজ সকাল ৯ টায় ফরিদপুর শহরে বিভিন্ন বাজার চকবাজার, নিউ মার্কেট, কাপড় পট্টি সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
তিনি এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন দেশে এখন করোনা দ্বিতীয় ঢেউ চলছে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি ব্যবসায়ীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করার অনুরোধ করেন। একই সাথে ক্রেতাসাধারণ গণ যেন সবাই সামাজিক নিরাপত্তা ,সামাজিক দূরত্ব মেনে, চলে। এবং মাস্ক ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র সরকার, টিআই তুহিন লস্কর, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গফফার, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা প্রমুখ। অন্যদিকে চকবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দেলোয়ার হোসেন দিলা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ বাদশা, যুগ্ম সম্পাদক দিন্দয়াল আগরওয়ালা, প্রমূখ। তবে বাজারে পরিদর্শনকালে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতা কে মাস্ক ব্যবধান করতে দেখা গেছে।