যা নিয়ে এক ভিডিও বার্তায় এক মজাদার কাহিনি ফাঁস করেন কোয়েল। জানা গেছে, ঘটনার দিন একটি স্যাড সিনের শুটিং ছিলো, যেখানে কোয়েল জিৎকে অভিনয়ে বিরক্ত করেন। কোয়েল জানান, ‘শুটিং এর সময় আমার তো পিছনে ক্যামেরা, আমি হেসে যাচ্ছি। প্রেফারেন্স ওর। আমার তো শুধু চুল দেখা যাচ্ছে। আমি তো হেসেই চলেছি। ও খাচ্ছে আর হাসছে। ব্যাস.. স্বাভাবিকভাবে ও বকা খেয়েছিল। যদিও সবাই বুঝতে পেরেছিল যে আমার উস্কনিতেই ও হেসেছিল।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।