টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অপূর্বর ইতিহাস, কোটি ভিউয়ের ঘরে ২০ নাটক

অপূর্বর ইতিহাস, কোটি ভিউয়ের ঘরে ২০ নাটক

ছোট পর্দার অভিনেতা হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন জিয়াউল ফারুক অপূর্ব। চমৎকার অভিনয় শৈলী দিয়ে যে কোনো চরিত্রে সবলীল মিশে যাওয়ার ক্ষমতা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। দেশের অভিনেতাদের মধ্যে ইউটিউভে তার নাটকের ভিউ এখন সবচেয়ে বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিউ এর দিক থেকে কোটির ক্লাবে আছে তার অভিনীত ২০টি নাটক।

বাংলাদেশের নাটকে ভিউয়ের যুগে প্রথম অপূর্ব অভিনীত নাটকই কোটির ঘর স্পর্শ করে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি প্রথম কোটির ঘর স্পর্শ করে।

অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’, ‘বিনি সুতোর টান’, ‘অবুঝ দিনের গল্প’, ‘দ্য পারফেক্ট ম্যান’, ‘ফার্স্ট লাভ’ , ‘মিস্টার অ্যাণ্ড মিসেস চাপাবাজ’, ‘ব্যাচ টুয়েন্টি সেভেন লাস্ট পেজ’, ‘গোলাপী কামিজ’,‘ যদি তুমি জানতে’, ‘তোমার অপেক্ষায়’, ‘পার্টনার’, ‘শুধু তুমি’, ‘ভালোবাসি তুমি আমি’,‘ ক্যাণ্ডি ক্র্যাশ’, ‘শেষ পর্যন্ত’,‘ জীবন’, ‘হঠাৎ দেখা’, ‘প্রেম ছবি’, ‘এক্সচেঞ্জ’।

বিভিন্ন নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মিথিলা, মম, সারিকা সাবরিন, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর।

ভিউয়ের যুগে অভিনেতাদের মধ্যে প্রথম এই প্রাপ্তি বা অর্জন প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং এখনো ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক নাটকের প্রযোজক, পরিচালক, কাহিনীকার, সহশিল্পী’সহ প্রত্যেক ইউনিটের সাথে সম্পৃক্ত সবাইকে। দর্শকের প্রতি রইলো অপরিসীম ভালোবাসা, কারণ আমার প্রতি তাদের ভালোবাসার কারণেই আজ এই ইতিহাসের সৃষ্টি। এটা সত্যিই আমার জন্য পরম পাওয়া এবং আমি বাংলা নাটকের ইতিহাসে সৌভাগ্যবানদের একজন হতে পেরেছি, এটা সত্যি অকে ভালোলাগার, আনন্দের। তাই বারবার শুকরিয়া আদায় করছি আমি। আগামী দিনে ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই, আশা করি সবাই পাশে থাকবেন।’

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital