বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবশেষ তথ্যে জানা যায় এমনটাই। বলা হচ্ছে, চলতি সপ্তাহের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গতরাতের বৃষ্টিতে কমতে শুরু করেছে। জানা গেছে, দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি। এছাড়াও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত আগামী সপ্তাহজুড়েও অব্যাহত থাকবে। ফলে আরও কমতির দিকে থাকবে তাপমাত্রা। আগামী দু’একদিনের মধ্যে সেটি নেমে আসবে সহনীয় পর্যায়েও।