টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরএফএল কোম্পানির ম্যানেজারের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরএফএল কোম্পানির ম্যানেজারের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা ৭ নং মহারাজপুর ইউনিয়নের কানুহর পুর গ্রামের আমির আলীর সেজো ছেলে তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম আরএফএল কোম্পানির যশোর ডিপোর রিজওনাল ম্যানেজার ছিলেন। গতা২৩-৪-২০২১ তারিখে তরিকুল ও তার স্ত্রী ইফতারি তৈরি করছিলেন এমন সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এতে করে তরিকুল তার স্ত্রী ও তার ছেলে অগ্নিদগ্ধ হয়। প্রথমে তাদের কে যশোর সদরে নেওয়া হয় তরিকুলের অবস্থা আশঙ্কাজনক থাকায় ডাক্তার তাকে ঢাকা রেফার্ড করেন। গতকাল দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুতে তার অফিস পাড়ায় এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital