পাবনা জেলা ডিবি পুলিশেল বিশেষ অভিযানে পৌর এলাকার ৭নং ওয়ার্ড ছোট শালগাড়িয়ায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আজমল শেখ (৩৫) ওরফে (কসাই আজমলকে) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
এসময় সেখান থেকে আরো একটি গোপন যৌন উত্তেজক কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। অভিযান চালিয়ে বিপুল পরিমাপন বিভিন্ন কম্পানির নামে প্রস্তুতকৃত যৌন উত্তেজন ফ্রুট সিরাপ জব্ধ করার পাশাপাশি কারখানার মালিক মোঃ রাজ আহম্মেদ রনি (৪০) কে আটক করা হয়।
২৮ এপ্রিল বুধবার রাতে একই সাথে এই অভিযান দুটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। অভিযোনের বিষয়ে ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমকর্মীদের জানান পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শালগাড়িয়ায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। সেখানে একাধিক মামলার আসামী মোঃ আজমল শেখকে আটক করে। আটকের সময় একটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় একই স্থানে আরো একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। সেখানে অভিযান করে বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকারন বিভিন্ন কম্পানির নামে ছাপাকৃত ফ্রুট সিরাপ উদ্ধার করা হয়। অবৈধ গোপন কম্পানির মালিক মোঃ রাজ আহম্মেদ রনিকে আটক করা হয়।
এদের দুজনের নামে অবৈধ অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে বলে জানা যায়। মামলার প্রক্রিয়া শেষে দুইজনকেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ রোকনুজ্জামান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকারের উপস্থিতিতে জানা যায় এই অভিযানের পৃথক দুটি মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।পৃথক এই দুটি মামলার বাদী হয়েছেন (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক অসিত কুমার ও সাগর কুমার সাহা।