টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
প্রজনন মৌসুমে মা মাছ নিধনের প্রস্তুতি

প্রজনন মৌসুমে মা মাছ নিধনের প্রস্তুতি

হাওর ও নদনদীর প্রাকৃতিক পরিবেশ দিনের পর দিন ধ্বংস হতে চলছে,স্থানীয় স্বার্থান্বেষী মানুষের অনৈতিক আহরণে,তার সাথে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে গিয়েছে ।দেশীয় মাছ যখন ডিম দেবে ঠিক তখনই মাছ শিকারের জন্য বেপরোয়া হয়ে উঠে কিছু অসৎ মৎস্য শিকারীরা।

প্রজনন মৌসুমে ইলিশ মাছ নিধন রোদে বিভিন্ন ধরনের বিধি নিষেধ থাকলেও,সুনামগঞ্জ তাহিরপুর  হাওরাঞ্চলে,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কর্তৃপক্ষের নজরদারি তেমনটা লক্ষ্য করা যায় না।কিন্তু এই দেশীয় মাছ এক সময় দেশের মানুষের আমিষের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে যথেষ্ট ভূমিকা রেখেছে। মা মাছ নিধন রোদে স্থানীয়রা যদি সচেতন না হয়,তাহলে সরকারি পদক্ষেপে কতটা সুফল বয়ে আনবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকে।  সামনেই দেশীয় মাছের ডিম দেওয়ার সময়,নদীতে জোয়ার আসলেই মা মাছের অভয়ারণ্য হিসেবে খ্যাত টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে স্রোতের সাথে জোয়ারের নতুন পানি হাওরে প্রবেশ করলেই, ডিম দেওয়ার জন্য স্রোতের অপরদিকে মা মাছ ছোটে আসে ঝাঁকে ঝাঁকে।তখনই শুরু হয় স্থানীয়দের ভাষায় (উইজ্যা)।আর

এই উইজ্যা কে কেন্দ্র করে এ অঞ্চলের কিছু অসৎ জেলেরা,মা মাছ নিধনের জন্য বিভিন্নভাবে প্রস্তুত নিচ্ছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital