বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম, সানোয়ার হোসেন, মমতাজ উদ্দিন, ও এএসআই মোখলেছুর রহমান, আবু তাহের এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তাররা হলেন, উপজেলার সুয়াইর গ্রামের নূর আলী চৌধুরী, নূর আলম চৌধুরী, কামরুজ্জামান, মোজ্জাম্মেল হক ও আ. জলিল।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, গ্রেপ্তারের পর বিকালেই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।