টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সিংগাইরে ছেলের হাতে বাবা খুন

সিংগাইরে ছেলের হাতে বাবা খুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ, নিজ ঘরের ভেতরে বাবা সেলিম হোসেন খোকনকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করে তারই ছেলে কাউছার হোসেন (২২)।

স্থানীয়রা জানান, সেলিম হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে প্রতিদিন ধূমপান করতেন তিনি। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ছেলে বাবাকে ধূমপান করতে নিষেধ করেন। এতে সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরে পরে থাকা টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে ছেলেকে আঘাত করতে গেলে ছেলে হ্যান্ডেল কেড়ে নিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্য হয়। তবে কয়েকজন জানান, অভিযুক্ত কাউসার মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের অভাব-অনটনের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাঁটি লেগেই থাকতো।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো.আসলাম হোসেন বলেন, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি ও আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital