গতকাল সন্ধ্যায় চন্দনবাড়ি চর পাড়া গ্রামের আমির আলীর বসত ঘর থেকে তার স্ত্রী নাঈমা আক্তার অপির (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। পাড়া প্রতিবেশী সূত্রে জানা যায়, ঘটনার দিন শাশুড়ির সাথে ইফতার শেষে মনোহরদী বাজারের ব্যবসায়ী আমির হোসেনের স্ত্রী অপি নিজ ঘরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর গলায় ওড়না বেঁধে ফ্যানের সাথে ফাঁস লটকে তার মরদেহ আবিষ্কৃত হয়। তার বাপের বাড়ি পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সফরদ্দী গ্রামে। পিতার নাম মৃত রুকন উদ্দীন।
এ ঘটনার সময় তার স্বামী বাজারে এবং তিন বছরের একমাত্র সন্তান পাশের বাড়িতে অবস্থান করছিলো বলে গ্রামবাসী সূত্রে জানা যায়। এ ব্যাপারে মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান, রাতেই তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে।