টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জামালগঞ্জে শিক্ষকের উদ্যোগে মাস্ক বিতরণ।

জামালগঞ্জে শিক্ষকের উদ্যোগে মাস্ক বিতরণ।

চলমান করোনা  পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা হিসেবে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন ব্যক্তিদের মাঝে  মাস্ক বিতরণ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। গতকাল ( ৩০এপ্রিল) জামালগঞ্জ  উপজেলা পরিষদের সন্মুখে  তারা এগুলো বিতরণ করেন। শিক্ষক দু’জন হলেন জামালগঞ্জ উপজেলার  ১৪নং লক্ষীপুর সর:প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমতা পাল এবং ধর্মপাশা উপজেলার রেরিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র পাল। তারা ৫ হাজার মাস্ক বিতরণ করবেন বলে জানান। মাস্ক বিতরণে সহযোগিতা করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার দাস, শিক্ষক অতুল চন্দ্র তালুকদার, রিপন তালুকদার, ইউপি সদস্য দ্বিপক তালুকদার, বিজিত তালুকদার, অভিষেক চৌধুরী,  তুর্য্য তালুকদার,সৈকত, মুন, প্রমুখ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital