শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন- মীরাবাড়ির পোল সংলগ্ন এলাকার ভাড়াটিয়া ঝালকাঠির নলছিটির সূর্য্যপাশা গ্রামের শাহজাহান সরদার ও তার ছেলে ইমরান সরদার।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মীরাবাড়ির পোল এলাকার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় বাবা-ছেলেকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ও বাসা থেকে বিভিন্ন সাইজের ৬টি ছোড়া, ১টি দা, ৫টি চাপাতি এবং প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।