দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বিবৃতির তথ্য অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী বাংলাদেশ ও ভারত থেকে এসে কোনো স্থানে ট্রানজিট করেছে তারা ইতালিতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, ২৬ এপ্রিল ইতালির ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করে। এরপর দেশটিতে বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান নতুন করে খোলা হয়।