শুক্রবার বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার পথে হত্যা করা হয় তাকে। নিহত সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মমিন মাস্টারের ছেলে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে অফিস থেকে বাসায় ফেরার সময় ইপিজেড সড়কে আসার পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ইপিজেডে কোম্পানিতে কর্মী ছাটাইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।