বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তিনি বলেন, বাবা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষাতে আবার তার করোনা পজিটিভ এসেছে। আশা করি জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। বাবার জন্য সবাই দোয়া করবেন।
গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সপরিবারের করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।
এরপর গত ১৮ এপ্রিল সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে৷ তবে স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লাসহ অন্যদের রিপোর্ট নেগেটিভ আসে।