আর মাত্র এক মাস, এরপরই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। মৌসুমের শেষ দিকে এসেও এখনো ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি। যার কারণে মেসির ন্যূ ক্যাম্পে থাকা না থাকা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। যদিও এতো কিছুর পরও বার্সা সমার্থকদের সুখবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। বেশ কয়েকটি শর্তে বার্সায় থাকতে পারেন মেসি। একই সঙ্গে নিজের বেতনও অর্ধেক নিতে রাজি তিনি।
ইংল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ইউরোস্পোর্টের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে প্রয়োজনে বেতন কমিয়েই ক্লাবে থাকার আশ্বাস দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।
কিছুদিন আগেই বার্সা বস রোনাল্ড কোম্যান এর আগে জানিয়েছিলেন, আসন্ন দলবদলের মৌসুমে মেম্ফিস ডিপে’কে দলে ভেড়াবেন তারা। তবে ক্লাব সভাপতি মেসিকে জানিয়েছেন, বার্সেলোনা এখন নরওয়েজিয়ান তরুণ প্রতিভাবান ফুটবলার আর্লিং হালান্ডকে দলে নেয়ার চেষ্টা করছে।
যদি তাই হয়, তবে এর জন্য মেসিকে বার্ষিক ৪ কোটি ইউরো (প্রায় ৪০৭ কোটি টাকা) পারিশ্রমিক দিতে পারবে না বার্সেলোনা। যা এরই মধ্যে মেসিকে এটি জানিয়ে দিয়েছেন লাপোর্তা এবং নিজের বেতন কমাতে রাজিও হয়েছেন ক্লাবের বর্তমান অধিনায়ক।
এদিকে, মেসিকে তিন বছরের জন্য দলে নিতে এরই মধ্যে অতুলনীয় প্রস্তাব তৈরি করেছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তবে বার্সেলোনা যদি দলবদলের মৌসুমে ভালো খেলোয়াড়দের দলে আনতে পারে, তাহলে ক্লাব ছেড়ে যাবেন না মেসি।