প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ও তার বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের এই ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
গ্রাম্য সূত্রগুলো থেকে জানা গেছে, নিহত সম্রাট মাটি কাটা ভেকুমেশিন চালক। তারা মনে করছেন টাকা ভাগাভাগি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ওই বন্ধুর নাম প্রকাশ করেনি গ্রামবাসীরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম পুলিশ জানতে পারলেও গণমাধ্যমের কাছে কিছুই জানাননি তারা।