সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন।
খালেদা জিয়ার চিকিৎসা যথাযথভাবেই চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, আজকে ভোরের দিকে উনি (খালেদা জিয়া) শ্বাসকষ্ট অনুভব করেন। শ্বাসকষ্ট অনুভব করার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষা শেষে চিকিৎসকদের সিদ্ধান্তে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন।
কি কারণে শ্বাসকষ্ট দেখা দিলো- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যে কোনো পরিস্থিতি এবং যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে। উনার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর পরীক্ষা-নিরীক্ষার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জাহিদ হোসেন জানান, আমি কয়েক মিনিট আগে উনার সঙ্গে দেখা করে এসেছি। উনার সঙ্গে আমি কথা বলেও এসেছি। উনি কেমন আছেন, সেটা শুনেছি।
এ সময় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে তার রোগমুক্তির জন্য দেশবাসীকে আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান জাহিদ হোসেন।
এর আগে বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়।
গত ২৭ এপ্রিল রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে ছিলেন তিনি।