তাদের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শেষ প্রান্তে, মন বিহঙ্গম, বন্ধুত্ব ভালোবাসা ইত্যাদি, কারে ভালোবাসো তুমি, জিরো, ভালোবাসি ভালোবাসি, প্রোডাকশন নং ৮, স্বস্তিকা কি যে অস্বস্তি ইত্যাদি। ২০০৮ সালের পর তাদেরকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
নতুন খবর হলো, সেই দর্শকপ্রিয় পুরনো জুটি আবারও পর্দায় ফিরছেন। ঈদের আগেই শুরু হতে যাচ্ছে শুটিং। নাটকের নাম ‘সে বৌয়ের টাকায় চলে’। এ নাটক দিয়েই ফিরছেন অপূর্ব-তিশা জুটি। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।
এ নির্মাতা বলেন, এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা। প্রাথমিক নাম এটা রেখেছি, তবে পরিবর্তন হতে পারে। এবার ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
তিনি আরও বলেন, অনেক বছর পর পর্দায় ফিরছে অপূর্ব-তিশা জুটি। এটা দর্শকদের জন্য ভালো খবর। সামনে এ জুটির আরও কাজ আসতে পারে।
এটি ছাড়া আরও একটি নাটকে দেখা যাবে অপূর্ব-তিশা জুটিকে। নাটকের নাম ‘রক রবীন্দ্র’। এটি পরিচালনা করবেন মহিমুদল মহিম।
মাঝে অনেকদিন এ জুটি কাজ না করলেও চলতি বছরের শুরুর দিকে ‘দ্য বক্স’ নামে একটি গেইম শো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা।