মঙ্গলবার উপজেলার ঘারুয়া বাজারের আখি হোটেলের মালিক ইয়াকুব শেখের (৩০) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলাৎকারের শিকার শিশুটির বাবা বলেন, আমার পোলা হঠাৎ দুপুরে এসে কাঁদতে কাঁদতে বলেন বাবা আমার লগে মালিক (ইয়াকুব শেখ) আকাম করছে। আমার খুব ব্যথা করতেছে। পরে দেখি ওর পিছন দিয়ে (পায়ুপথ) রক্ত পরতেছে। আমার পোলার লগে যে আকাম করছে।
এসময় অভিযুক্তের বিচার দাবি করে তিনি বলেন, আমি গরিব মানুষ, আমি হের (অভিযুক্ত) বিচার চাই। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টিকে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ওই শিশুটির ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।