টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আরও ৪ বছর পিএসজিতে নেইমার

আরও ৪ বছর পিএসজিতে নেইমার

সব গুঞ্জণ উড়িয়ে দিয়ে প্যারিসেই থেকে যাচ্ছেন নেইমার জুনিয়র। পিএসজির সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

চুক্তির বিষয়টি অনুমেয় ছিল, অপেক্ষা ছিল ঘোষণার। অবশেষে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে তার চুক্তির বিষয়টি নিশ্চিত করে লিগ ওয়ানের দলটি। চুক্তি নবায়ন শেষে পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়ানো আমার জন্য আনন্দের বিষয়। আমি প্যারিসে খুব ভালো আছি। এই দলের অংশ হয়ে থাকা গর্বের বিষয়। এখানে আমি মানুষ এবং খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছি। তাই চুক্তি নবায়ন হওয়ায় আমি খুশি। আশা করি সামনে আরো শিরোপা জিতব।’

২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে প্যারিসের দলটিতে যোগ দিয়েছিলেন। শুরুর দিকে ইনজুরিতে বেশ খানিকটা সময় কাটিয়ে দিলেও দলটির জার্সি গায়ে ১১২ ম্যাচে ৮৫ গোল করেছেন। এ ছাড়াও সতীর্থ দিয়ে গোল করিয়েছেন ৫১টি গোল।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital