টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ধর্মপাশা ও মধ্যনগর খাদ্য গোদামে ধান সংগ্রহ কার্যক্রম শুরু নাই আনাগোনা কৃষক ধান দিতে আগ্রহীনা

ধর্মপাশা ও মধ্যনগর খাদ্য গোদামে ধান সংগ্রহ কার্যক্রম শুরু নাই আনাগোনা কৃষক ধান দিতে আগ্রহীনা

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানার খাদ্য গোদামে কৃষকের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গোদামে নাই আনাগোনা কৃষক ধান দিতে আগ্রহীনা, এরিমধ্য উপজেলায় ৪০৩১ টন ধান সংগ্রহ করবে সরকার। আগ্রহী কৃষকেরা শুকনো প্রতিমন ধান ১০৪০ টাকায় বিক্রি করতে পারবেন, জানা যায় এবছর তালিকা ভুক্ত ছাড়াই সরাসরি বিক্রি করতে পারবেন। তবে অন্য বছরের তুলনায় এবছর খোলা বাজারে ধানের মূল্য উর্ধগতি দেখা দেওয়ায় কোন কৃষক গোদামে আনাগোনা করতে দেখা যায় না।

গত বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের  ভার্চোয়াল মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক, চলতি বোরো মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হবে।

গত বছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে বাজারে চালের দাম বেশি থাকায় গত বোরো ও আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল কিনতে পারেনি সরকার

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital