টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বিজিবি নামতেই যাত্রীশূন্য পাটুরিয়া ফেরিঘাট

বিজিবি নামতেই যাত্রীশূন্য পাটুরিয়া ফেরিঘাট

মহামারি করোনা প্রতিরোধে দেশের সবগুলো ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির টহলের মধ্যেই রোববার ভোর হতে পাটুরিয়া ঘাটে জড়ো হতে শুরু করে হাজারো যাত্রী। তবে বিজিবি সদস্যরা সক্রিয় হলে যাত্রীশূন্য হয়ে পড়ে পুরো ঘাট এলাকা।

রোববার সকাল ৯টার পর ফেরিঘাট যানবাহন ও যাত্রীশূন্য হয়ে যায়। বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী ঘাটে পৌঁছালেও তারা অ্যাম্বুলেন্স পারের জন্য চলাচলরত ফেরিতে করে নদী পার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কসহ তিনটি পয়েন্টে ফেরিঘাটগামী যানবাহন নিয়ন্ত্রণ করছে বিজিবি। অ্যাম্বুলেন্স ও জরুরি মালামাল বোঝাই যানবাহনগুলো ঘাটে আসতে দিলেও চেকপোস্টে আটকে দেয়া হচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। অনেককেই ঘাট থেকে ফেরত পাঠানো হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য একটি ছোট ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital