এরই ধারাবাহিকতায় মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মস্তফাপুর বাজারে ফলের আড়তে বিপুল পরিমাণ ভেজাল, অস্বাস্থ্যকর ও ক্যামিকেল মিশ্রিত আম মজুদ করা অবস্থায় জব্দ করে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে ফলের আড়তে অভিযান পরিচালনা করে আড়তের অসাধু ব্যবসায়ী ১। আঃ মান্নান বেপারী(৭০), পিতাঃ মৃত হাসেন উদ্দিন বেপারী,সাং-মোস্তফাপুর, ২। মোঃ রহমতুল্লাহ (২৮), পিতাঃ মোঃ আক্তার খা, সাং-ঝিকরহাটি ৩। মোঃ সেলিম খা (৩৯), পিতাঃ মৃত আব্দুল আজিজ খা, সাং-ঝিকরহাটি, সর্ব থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুর।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাতেমা জান্নাত, কৃষি কর্মকর্তা এবং ভোক্তা অধিকারের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ধারা মোতাবেক ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে উদ্ধারকৃত ভেজাল, অস্বাস্থ্যকর ও ক্ষতিকারক ক্যামিকেল সম্বলিত আম কৃষি কর্মকর্তার মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ ও অপারেশনাল টিম উপস্থিত ছিলেন। ফলের আড়ত হতে ভেজাল অস্বাস্থ্যকর এবং মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক সম্বলিত এই ৮০ কেজি আম অপরিপক্ক এবং রাসয়নিক মিশ্রিত আম পাকিয়ে বিক্রি করছিল যা জনস্বাস্থের জন্য ক্ষতিকর।