আইসিসির এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এপ্রিল মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকায় তিনজনকে বাছাই করেছিল আইসিসি।
গত এপ্রিল মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের নির্ধারনী ম্যাচে ৮২ বলে খেলেন ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। যোগ হয় ১৩ রেটিং পয়েন্ট। যাতে বিরাট কোহলিকে ছাড়িয়ে পৌঁছে যান ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে।
প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বাবর ছিলেন দুরন্ত। এক ম্যাচে তো ৫৯ বলে খেলেন ১২২ রানের বিধ্বংসী ইনিংস। যা পাকিস্তানের হয়ে এই সংস্করণের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। সব মিলিয়ে এপ্রিল মাসে ওয়ানডেতে ৭৬ গড়ে ২২৮ রান করেন বাবর। টি-টোয়েন্টিতে ৪৩.৫৭ গড়ে করেন ৩০৫ রান।