টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করোনার কারণে এবারও ঈদ জামাত হবে না শোলাকিয়ায়

করোনার কারণে এবারও ঈদ জামাত হবে না শোলাকিয়ায়

করোনা মহামারির কারণে এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না উপ-মহাদেশের বৃহত্তম আর দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায়। প্রায় পৌনে ৩০০ বছরের ইতিহাসে দ্বিতীয় বারের মতো ঈদের দিনও মুসুল্লিশূন্য থাকবে দেশের সবচেয়ে বড় এই ঈদগাহ ময়দান। গত বছরও করোনার কারণে ঈদ জামাত হয়নি এ ময়দানে।

করোনা মহামারির কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের মতো এবারও ঈদগাহ কিংবা খোলা মাঠে ঈদের জামাত পড়া যাবে না। তাই সরকারি নির্দেশ পেয়ে ঈদগাহ পরিচালনা কমিটি সভা করে শোলাকিয়ায় ঈদের জামাত না করার সিদ্ধান্ত নেয়। গত শুক্রবার বিকেলে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং গতক শনিবার ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯২ বছর আগে শোলাকিয়ায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। এরও দুইশ বছর আগে থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠানে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে ঈদুল ফিতরে দেশ-বিদেশের তিন থেকে সাড়ে তিন লাখ মুসল্লি একসঙ্গে শোলাকিয়ার বিশাল ঈদগাহ ছাড়াও আশপাশের রাস্তায় প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে নামাজ পড়েন। এখানে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital