রোববার রাত সাড়ে ৮ টায় জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম(২৮)। পুলিশ ও স্থানীয় সুএে জানা য়ায়, শিশুদের ঝগড়া কেন্দ্র করে রোববার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে আলিপুর গ্রামের আলমগীর ও তার চাচতো ভাই রাসেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পড়ে এক পর্যায়ে রাসেল উত্তেজিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই আলমগীর ও তার স্ত্রীক মুর্শেদা কে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা ঘটনাস্থল আসলে রাসেল পালিয়ে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রী দু’জনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।