গত রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রমজান মাসে রাসেল মিয়া ছাত্রলীগের ব্যানারে আয়োজিত বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণে সক্রিয় ছিলেন। এর মধ্যে চোরাই মোটরসাইকেলসহ তার আটক হওয়ার খবরে দলের মধ্যে নানা কথা শোনা যাচ্ছে।
পুলিশ জানায়, গত ৫ মে সন্ধ্যায় সিলেটের বালুচর ফোকাস আবাসিক এলাকায় আলমগীর নামের এক ব্যক্তি বাসার সামনে মোটর সাইকেল রাখেন। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলটি আর পাননি। এ ঘটনায় তিনি শাহপরাণ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সিসি টিভির ফুটেজ ও প্রযুক্তির সহযোগিতায় শনিবার জগন্নাথপুর উপজেলার নন্দিগ্রাম থেকে চোরাই মোটরসাইকেলসহ রাসেল মিয়াকে আটক করে। মোটরসাইকেলটি রাসেল তার চাচার বাড়িতে রেখেছিল বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।