টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইসরায়েলি হামলায় গাজার কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় গাজার কমান্ডার নিহত

GAZA CITY, GAZA - MAY 12: People carry the body of Wael Abdulkerim Isa who was killed in Israeli air strikes in Gaza Strip during a funeral in Al Bureij Refugee Camp in Gaza City, Gaza on May 12, 2021. ( Hassan Jedi - Anadolu Agency )

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজা শহরের হামাসের ব্রিগেড কমান্ডার বাসেম ইসা নিহত হয়েছেন। গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিজেই তা স্বীকার করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি কেবল শুরু হয়েছে। আমরা তাদের এমনভাবে আঘাত করব, যা ওরা স্বপ্নেও ভাবেনি। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ১৪ শিশুসহ ৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া বহুতল ভবন ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের পর এটিই ইসরায়েল ও হামাসের মধ্যকার সবচেয়ে বড় সংঘর্ষ। সেবার সাত সপ্তাহের যুদ্ধে দুই হাজার ১০০ গাজাবাসী ও ৭৩ ইসরায়েলি নিহত হয়। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital