টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ঈদের আগে ব্যাংক লেনদেনের শেষ দিন আজ

ঈদের আগে ব্যাংক লেনদেনের শেষ দিন আজ

ঈদুল ফিতরের আগে শেষ দিনের মতো চলছে ব্যাংকিং লেনদেন। ফলে অন্যান্য দিনের তুলনায় গ্রাহক চাপ অনেকটাই বেড়েছে।

বুধবার এ কারণে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক পড়েছে। টাকা উত্তোলনের চাপে গ্রাহকসেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদের আগে ব্যাংক লেনদেনের শেষ দিন হওয়ায় অন্য যেকোন সময়ের চেয়ে ব্যাংকে গ্রাহকদের চাপ বেড়ে গেছে। সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোতে ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে।

এদিকে করোনা মহামারির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হচ্ছে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদের ছুটি তিনদিনের বেশি দেয়া হবে না বলে আগে থেকেই নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া এবার ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital