বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার আবুল কালামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মায়ের কাছে একটি জুতার হিল কিনতে চেয়েছিল বিথি। হিল কিনে দিতে দেরি হওয়ায় মায়ের ওপর অভিমান করে শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।