টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শনিবার সারপ্রাইজ দেবেন তাহসান, অপেক্ষায় মিথিলা!

শনিবার সারপ্রাইজ দেবেন তাহসান, অপেক্ষায় মিথিলা!

এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন তারা। সময়ের পরিক্রমায় পথচলা আলাদা হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিকই রয়ে গেছে তাদের মধ্যে। বলছি- গায়ক, অভিনেতা তাহসান খান ও তার সাবেক স্ত্রী, অভিনেত্রী, উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার কথা।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহসানের একটি পোস্ট ও সেটির সাথে মিলিয়ে মিথিলার দেয়া পাল্টা পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। বুধবার (১২ মে) রাতে তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ তাহসানের এই পোস্টের পরই মিথিলা তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম।’

তাহসানের এমন পোস্টে মাত্র দুই ঘণ্টায় হাজার হাজার অনুসারী প্রতিক্রিয়া দেখিয়েছেন, মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, তাহসান ফের বিয়ে করতে চলেছেন কিনা। কেউ কেউ এমনও লিখেছেন, আলাদা হয়ে গেলেও তাহসান-মিথিলার রসায়নটা এখনও অটুট আছে! তাহসানের সারপ্রাইজের জন্য মিথিলার মতো ভক্তদেরও শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১১ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে তাহসান এরপর আর বিয়ে করেননি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital