বিদ্যমান করোনা পরিস্থিতিতে সবাইকে পজিটিভ থাকার বার্তা দিয়েছে মোদি সরকার। গতকাল সেটি নিয়েও কথা বলেছেন রাহুল। তিনি বলেন, সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে নির্মম পরিহাস! যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বালির মধ্যে মুখ গুঁজে রাখাটা সদর্থকতা নয়। এটা দেশবাসীর সঙ্গে প্রবঞ্চনা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, এটাই নিউ ইন্ডিয়া! যেখানে গঙ্গায় লাশ ভাসছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে!
এমনিতেই কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে। বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট তাদের সম্পাদকীয়তে ভারতের কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছে। তারা বলেছে, এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী। পরিস্থিতি যখন এমন, তখন ঘরোয়া রাজনীতিতেও মোদির ওপর ধারাবাহিকভাবে চাপ বাড়াতে চাইছে কংগ্রেস ও রাহুল গান্ধী। সূত্র: বাংলা ট্রিবিউন