টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়ন: চুপ থাকবে না তুরস্ক

ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়ন: চুপ থাকবে না তুরস্ক

গোটা পৃথিবীও যদি ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তিনি ক্ষুব্ধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। একটি অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।

তিনি আরো বলেন, যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে, একদিন তাদেরও পালা আসবে। নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুজালেমে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া উচিত।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital