সোমবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। জানা যায়, এএসআই মোখলেছুর রহমান পিটিআইয়ের কোয়ারেন্টাইন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। সেখানে ভিকটিম তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল কোয়ারেন্টাইন শেষ হলে তিনি খুলনা থানায় হাজির হয়ে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর এএসআই মোকলেছুরকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত মোখলেছুরকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।