জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে দুই দিন হলো। শুরুর আগেই জামাল-সুফিলদের করোনাভাইরাস পরীক্ষা হয়েছিল। সেই ফল আজ (মঙ্গলবার) এসেছে। ৩২ ফুটবলারের মধ্যে শুধুমাত্র বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিম পজিটিভ হয়েছেন।
আপাতত নিজের রুমে আইসোলোশনে আছেন তরুণ উইঙ্গার ইব্রাহিম। যদিও আজই আবার তার নমুনা নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে, ‘বিষয়টা পরিষ্কার নয়। তাই আবার পরীক্ষা করা হয়েছে ওর (ইব্র্রাহিম)।’