টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পল পগবা ও আমাদ দায়ালো

মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পল পগবা ও আমাদ দায়ালো

এবার খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো

চেলসির বিপক্ষে গত সপ্তাহে এফএ কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। এবার খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। চলমান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফুলহামের বিপক্ষে ম্যানইউর ম্যাচ শেষে ফিলিস্তিনের পক্ষে এভাবে সমর্থন জানান তারা।  একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খেলা শেষে খেলোয়াড়রা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান।

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিলের মতো সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন  ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা পল পগবা। নিরপরাধ ফিলিস্তিনিদের জন্য প্রার্থনাও করতে দেখা গেছে তাকে। এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’ ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital