টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
গ্রাম্যবধুর শ্লীলতাহানি করতে গিয়ে শ্রীঘরে সাবেক মেম্বার

গ্রাম্যবধুর শ্লীলতাহানি করতে গিয়ে শ্রীঘরে সাবেক মেম্বার

গ্রাম্যবধুকে সরকারি সাহায্য দেয়ার কথা বলে সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগে আব্দুস সালাম (৫০) নামের সাবেক এক ইউপি মেম্বার গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাটামোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বাঘলবাড়ি গ্রামের আবদুল বেপারীর ছেলে। স্থানীয় ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, বাঘলবাড়ি গ্রামের মৃত আবু তালেবের মেয়ে সবিতা খাতুন জয়নবের দরিদ্র স্বামী আবু হানিফ কাজের তাগিদে ঢাকায় থাকেন। দরিদ্র এ গৃহবধুকে করোনাকালীন বিভিন্ন ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার কথা বলে আঃ সালাম তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৫ মে রাত আনুমানিক ১০টার দিকে তিনি জয়নবের বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। জয়নব বিষয়টি তার ভাই রবিউলকে মোবাইল ফোনে জানান। রবিউল তাকে দরজা খুলে কৌশলে আটকে রাখতে বলেন। দরজা খোলার পর আঃ সালাম তাকে শ্লীলতাহানীর অপচেষ্টা চালায়। এর মধ্যেই গৃহবধুর ভাই রবিউলসহ অন্যরা এসে সাবেক ওই ইউপি সদস্যকে আটক করেন। বিষয়টি এলাকার প্রধানরা মীমাংসার কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু স্থানীয়ভাবে বিচার না পেয়ে গত ১৭ মে জয়নব পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীনের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ১৯ মে রাতে চাটমোহর থানায় মামলা দায়ের করেন।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, তার কাছে ওই গৃহবধুকে উত্যক্ত করার ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। তবে তাকে সাহায্য করার প্রলোভন ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে গৃহবধু জয়নব মামলা দায়ের রেন। ২০ মে (বৃহস্পতিবার) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আ: সালামকে গ্রেফতার করেছে। এরপর তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital